Saturday, April 24, 2010

জীবনগীতিকা

মৃনালেন্দু দাশ

এইখানে বসে আছি রোজকার মতো
তুমি এসে পাশটিতে বসতেই শুরু
হয় সন্ধ্যার কাকলি, চারপাশ চুপ
আলো ছায়া খেলা করে নীল ক্যানভাসে
ট্রেন থামে, ট্রেন চলে যায়, কথা চলে
অগুনতি কথা, কথারা শরীরী হয়
ভাষায় এমন জাদু, নিরিবিলি ছায়া
হয়ে, মায়া হয়ে স্বপ্নের ডানায় উড়ে
চলে বনপথ ছুঁয়ে ছুঁয়ে দূরে, আরো
দূরে, বহুদূরে থাকে অজানা প্রকৃতি
মানুষ জানেনা কিছু, জানে না বলেই
এত কোলাহল, ভুল বোঝাবুঝি, ভুল
দিয়ে গাঁথা ঘরগেরস্থালি রোজ রোজ
টুং টাং বাসনকোসন, জীবনগীতিকা

Mrinalendu Das
57, Abdul Jabbar Road
Post. Kancharapara, Dist. (N) 24 Parganas
Pin : 743145, West Bengal
Mob : 09831263065

2 comments:

Unknown said...

impressive thought,the words n the metaphors that have been used in this poem indicates the ability of the poet to thinking deeply about life n its so called monotony that can destroy the lifeful evergreen feelings of a person. i can undoubtedly make this decision that this kind of poem is just an unconventional n excellent work.

Unknown said...

just asadharan...........